বাবু যখন খেতে চায় না:- বেবি বাউন্সার চেয়ারে বসিয়ে খাওয়াতে পারবেন। গোসলের পর তৈল মালিশ করতে পারবেন। রোদ পোহাতে পারবেন।
ঘরের কাজ করতে সমস্যা:- বেবি বাউন্সার চেয়ারে বাবুকে রেখে, ঘরের সব কাজ করতে পারবেন। রান্না করা, কাপড় ধোয়া,চুল আচড়ানো,ঘর পরিস্কার করা। যাবতীয় সব কাজ করতে পারবেন।
বাবুর শরীরিক বিকাশ:- বেবি বাউন্সার চেয়ারটি দোলে, ফলে বেবির ওজন শরীরের বিভিন্ন স্থনে সমান ভাবে বিস্তার করে। তাই বলা যায় শারীরিক বিকাশ সঠিক ভাবে হয়।
হাতের বিকাশে খেলনা:- Extra ভাবে একটি খেলনা দেয়া হবে। খেলনাটি দিয়ে বাবু শুয়ে শুয়ে খেলবে, এতে হাতের বিকাশ সঠিক ভাবে হবে
বাবুকে এখানে রেখে নিশ্চিন্ত থাকুন:- বাবা মায়েরা সব সময় চিন্তাই থাকে কিভাবে বাবুকে নিয়ে একা হাতে সংসার সামলাবে। বাবুকে বেবি বাউন্সার চেয়ারে রেখে বাবা মা নিশ্চিন্তে থাকে, নিজেদেরকে অধিক সময় দিতে পারে।
বাবুর স্বাস্থ ঠিক থাকে:- বাচ্চার সুস্বাস্থই বাবা মায়ের একান্ত কাম্য, বেবি বাউন্সার চেয়ারে বাচ্চা থাকে নিরাপদ, আরাম অনুভব করে, ভালো ঘুমাতে পারে ,কান্না কম করে, এতে করে বাচ্চার স্বাস্থ ঠিক থাকে।
অনলাইনে যারা কাজ করেন তাদের কাজের ব্যাঘাত হবেনা:- বাবুকে এখানে রেখে অনেক মায়েরা অনলাইনে কাজ করে এতে করে কাজের কোন ব্যাঘাত হয় না
ভালো পিতামাতা হতে কে না চাই:- আমরা সবাই চাই ভালো পিতামাতা হতে, সন্তান সুখে থাকলেই আমরা সুখি হই।